ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দৃক গ্যালারিতে তাতবস্ত্র প্রদর্শনী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
দৃক গ্যালারিতে তাতবস্ত্র প্রদর্শনী

১১ নভেম্বর বিকেলে দৃক গ্যালারিতে শুরু হলো চতুর্দোলা ফ্যাশন ডিজাইনিং হাউসের তাতবস্ত্র প্রদর্শনী। উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।



চতুর্দোলার মূল উদ্দেশ্য বাংলার ঐতিহ্য তাতশিল্প ও কারুশিল্পের বিকাশে সহায়তা করা এবং এ শিল্পকে সর্বসাধারনের নাগালের মধ্যে পৌঁছে দেওয়া। এ উদ্দেশ্য থেকেই চতুর্দোলা দেশি তাঁতবস্ত্রে আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও কারুশিল্পীদের সুনিপুণ সূচিকর্মে উপস্থাপন করে। সেই সাথে আধুনিকতার সংমিশ্রণে পোশাকের সৌন্দর্যে ভিন্নতা আনে।

এটি চতুর্দোলার দ্বিতীয় পোশাক প্রদর্শনী। এখানে মেয়েদের বিভিন্ন তাতের শাড়ি, সালোয়ার এবং পুরুষদের পাঞ্জাবি স্থান পেয়েছে।

প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ১৪ নভেম্বর।

বাংলাদেশ স্থানীয় সময় ২০২০, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।