দেশের অন্যতম সুপরিচিত নাট্যদল পালাকার ৩ জুলাই সন্ধ্যায় শুভ মহরতের মাধ্যমে শুরু করতে এর নতুন প্রযোজনা ‘নারীগণ’। নাটকটির রচনা করেছেন সৈয়দ শামসুল হক এবং নিদের্শনায় থাকছেন আতাউর রহমান।
১৭৫৭ সালের ৩ জুলাই উপমহাদেেেশর স্বাধীনতার-সার্বভৌমত্বের প্রতীক নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। এ হত্যার মধ্য দিয়ে ২০০ বছর ব্রিটিশ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয় এ উপমহাদেশ।
এই পটভূমিকায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচনা করেছেন ‘নারীগণ’ নাটকটি। এর শুভ মহরত অনুষ্ঠিত হবে ৩ জুলাই সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে।
মহরত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাটকটির নাট্যকার সৈয়দ শামসুল হক এবং নির্দেশক আতাউর রহমান।
বাংলাদেশ সময় ২০০২ ঘণ্টা, জুলাই ২, ২০১১