সাদা মেঘের ভেলা কিংবা কাশের গুচ্ছ আর শিউলির সুগন্ধ নিয়ে প্রকৃতিতে আবির্ভাব হয় শরতের। শরতের নীল আকাশে চলে মেঘ ও রোদ্দুর খেলা।
এই শরতের রঙ বাজারে এনেছে বিশেষ টি-শার্ট, ফতুয়া, শাটর্, ছেলে ও মেয়েদের কুর্তা, ট্রাউজার, ছোট হাতার কামিজ, টপস, পঞ্চ ছাড়াও শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ। শরতে তুলনামূলকভাবে রাতটা অনেকটা ঠাণ্ডা, দিনের বেলায় রোদের উত্তাপ। তাই পোশাকগুলোর উপকরণে প্রধ্যান্য দেওয়া হয়েছে সুতি ও খাদি কাপড়কে এছাড়াও তাঁত, ভয়েল, এন্ডি সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। সকল পোশাকগুলো বিশেষ কাটিং ও ঢিলেঢালা করা হয়েছে।
শরতের রঙ হিসেবে প্রাধ্যান্য দেওয়া হয়েছ সাদা, লাল ও নীলকে। পাশাপাশি অফ-হোয়াইট, হালকা নীল, হালকা সবুজ, হালকা বেগুনী, জলপাই সবুজ ইত্যাদি হালকা উজ্জল রং ব্যবহার করা হয়েছে সকল পোশাকে। পোশাকে কাজের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে ব্লক, স্প্রে, টাই-ডাই, এ্যাপলিক, কাটিং, বাটিক, এ্যামব্রয়ডারী, কারচুপি, হ্যান্ডপেইন্টসহ বিভিন্ন ধরণের কাজ।
এছাড়াও ‘রঙ’ এর নিয়মিত আয়োজন থাকছে সকল শোরুমে।