প্রথমবারের মতো লন্ডন ও জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব। ১৭ থেকে ২১ জুলাই লন্ডনে এবং ২৪ জুলাই জেনেভায় (সুইজারল্যান্ড) এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবে প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ এবং ধ্রুবতারা, তৌকীর আহমেদের জয়যাত্রা, নাসির উদ্দিন ইউসুফের একাত্তরের যীশু এবং মোরশেদুল ইসলামের খেলাঘর। ছবিগুলোর প্রযোজনা ও বিশ্বপরিবেশনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই।
বাংলাদেশ স্থানীয় সময় ২২৪০, জুলাই ১৬, ২০১০