প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার অভিনীত শেষ নাটক ‘লজিং মাস্টার’। ধারাবাহিকটি রচনা করেছেন সঞ্জিত সরকার ও পরিচালনা করেছেন ফজলুর রহমান।
ধারবাহিক নাটক ‘লজিং মাস্টার’-এ দেখা যাবে, বদরুদ্দিন বেপারী গ্রামের গন্যমান্য ব্যাক্তিদের মধ্যে অন্যতম। ধনদৌলত থাকা সত্ত্বেও তিনি সাদামাটা জীবনযাপন করেন। তার দুই কন্যা রিজিয়া ও সুফিয়া। বড় মেয়ে রিজিয়া প্রেম করে তোতা মিয়াকে বিয়ে করে। তোতামিয়ার একটাই লক্ষ্য কিভাবে শ্বশুরের টাকা পয়সা হাতিয়ে জীবনটা পার করে দেয়া যায়। কিন্তু শ্বশুর বদরদ্দিন বেপারী জামাই তোতা মিয়াকে একদম সহ্য করতে পারেনা।
অন্যদিকে বদরদ্দিন বেপারীর ছোট মেয়ে সুফিয়া পড়াশোনায় খুব একটা ভালোনা। তাই বদরদ্দিন বেপারী এক জন লজিং মাষ্টার রাখার চিন্তা ভাবনা করেন। সাজু নামের এক লজিং মাষ্টার খুজে পায় বদর বেপারী। কিন্তু তার মেয়ে সুফিয়া সাজু মাষ্টারের কাছে পড়তে চায না। অবশেষে মা শায়লার কথায় পড়াশোনা শুরু করে। গ্রামের গফুর চেয়ারম্যানের সাথে বদর বেপারীর চির কালের রেশারেশি । গফুর চেয়ারম্যানের ভাগনির সঙ্গে সুফিয়ার সখ্যতা। দুই জন বান্ধবী হওয়ার কারনে সাজুকে নিয়ে শুরূ হয বিভিন্ন নাটকীয়তা। একসময় সাজু লজিং মাষ্টার থেকে সারা জীবনের মাষ্টার হয়ে যায়।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চ্যালেঞ্জার,ডলিজহুর, সুমাইয়া শিমু, শাহরিয়ার নাজিম জয়, ডাঃ এজাজ, ইলোরা গহর, মাজনুন মিজান, মোনা আফসানা, ফখরুল হাসান বৈরাগী, পারভীন মাহবুবা প্রমূখ।
বাংলাদেশ সময় ১৯৫০, জুন ০২, ২০১১