একজন নায়িকার যেসব গুণ থাকা উচিত তার সবই আছে বিন্দুর। তবু সিনেমায় কেন যেন সুবিধা করতে পারছেন না।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের অভিমত এ ছবির গল্প, গান আর নির্মাণ শৈলী সবকিছু ঠিকই ছিল, শুধু নায়ক-নায়িকাকে দর্শক গ্রহণ করেনি বলেই ছবিটি ফপ করেছে। তবে প্রথম ছবির ব্যর্থতায় মন ভাঙেননি লাক্স-সুন্দরী আফসান আরা বিন্দু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্বে মাস্টার্স শেষ করার পর নিয়মিত হবেন বলেই কমার্শিয়াল ফিল্মে নাম লিখিয়েছিলেন। এখন দ্বিতীয় ছবি রিলিজের অপোয় আছেন তিনি। চলচ্চিত্রকার আমজাদ হোসেন তনয় সোহেল আরমান পরিচালিত ‘এই তো প্রেম’ ছবিতে বিন্দুকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে। আসছে ঈদে মুক্তির মিছিলে থাকা ছবিগুলোর মধ্যে এটি অন্যতম। বিন্দুর বিশ্বাস শাকিব খানের বিপরীতে চলচ্চিত্র দর্শকরা তাকে ভালোভাবেই গ্রহণ করবে। এ ছবির ওপরই নির্ভর করছে বিন্দুর চলচ্চিত্রে স্থায়ী হওয়া বা না হওয়া।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫৪৫, জুলাই ২১, ২০১০