দেশের প্রধান জাতীয় দৈনিকের বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ জুলাই শনিবার। অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে।
সাংবাদিকদের প্রত্য ভোটে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের পারফরমেন্সের ভিত্তিতে প্রদান করে থাকে ইউরো-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড। এছাড়া প্রতি বছর একজন দেশবরেণ্য গুণী মিডিয়াব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সর্বশেষ এই আজীবন সম্মাননা পেয়েছিলেন বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। এর আগের বছরগুলোতে যথাক্রমে রুনা লায়লা, গাজী মাজহারুল আনোয়ার, মুস্তাফা মনোয়ার, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতউলাহ, আলী জাকের, আলম খান, আজম খান, ভারতীয় অভিনেত্রী জিনাত আমান এই পুরস্কার অর্জন করেন।
গত বছরের মতো এবারের সিজেএফবির এই আয়োজনের টাইটেল ট্র্যাক তৈরি করছেন হাবিব ওয়াহিদ। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন জেমস, আইয়ুব বাচ্চু, বেবী নাজনীন, হাবিব, বালাম, নির্ঝর, শখ, বিন্দু, সজল, তিন্নি, প্রভা, হিল্লোলসহ দেশসেরা তারকারা।
এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নওশীন এবং ইমন।
চ্যানেল আইতে প্রকৃতি ও জীবন
বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে চ্যানেল আইতে শুরু হচ্ছে ধারাবাহিক অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। আগামী ১ আগস্ট থেকে প্রতি রবিবার রাত সাড়ে ১১টায় প্রচার হবে এ অনুষ্ঠানটি।
প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠান। ২৯ আগষ্ট বৃহস্পতিবার তেজগাঁও চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন এবং প্রিমিয়াম শোর মাধ্যমে এ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পরিকল্পক, উপস্থাপক ও পরিচালক মুকিত মজুমদার বাবু, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানের গবেষক ও মাঠ পর্যায়ের দলনেতা পরিবেশ বিজ্ঞানী ড. আনিসুজ্জামান খান, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান।
অনুষ্ঠানের পরিকল্পক, পরিচালক ও উপস্থাপক মুকিত মজুমদার বাবু বলেন, প্রকৃতি ও পরিবেশের নানাবিধ সমস্যা আমাদের পত্রপত্রিকায় বিভিন্নভাবে এলেও টেলিভিশন মাধ্যমে ততটা প্রচার পায় না। তাই খুব সহজ ভাবে বিষয়গুলো দৃশ্যমান করে তোলার জন্যই আমাদের এই উদ্যোগ।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫০, জুলাই ২৯, ২০১০