কানাডায় ওকানাগান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘গহীনে শব্দ’ শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রর পুরস্কার লাভ করেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চিত্রশিল্পী ও নির্মাতা খালিদ মাহমুদ মিঠু।
কানাডায় প্রথমবারের মতো এবারই বাংলাদেশের কোনো চলচ্চিত্র আন্তর্জাতিক পুরস্কার পেল। ছবিটির নির্মাতা ব্যক্তিগত ব্যস্ততার কারণে পুরস্কার গ্রহণ করতে যেতে পারেননি। পুরস্কারটি পরিচালকের পে গ্রহণ করেছেন কানাডা-আমেরিকান প্রখ্যাত চিত্রপরিচালক ভিক শেরিন। ভিক শেরিন খালিদ মাহমুদ মিঠুর পারিবারিক বন্ধু।
এ উপলে স্টার সিনেপ্লেক্সে ৩১ জুলাই শনিবার সন্ধ্যায় ‘গহীনে শব্দ’ ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক খালিদ মাহমুদ মিঠুকে বিশেষ সংবর্ধনা দিয়েছে ইষ্টার্ণ ব্যাংক। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ‘গহীনে শব্দ’র একটি বিশেষ প্রদর্শনী ।
বাংলাদেশ স্থানীয় সময় ১৯২০, জুলাই ৩১, ২০১০