শামীম শাহেদ, একজন সৃজনশীল মানুষ। শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় তিনি কাজ করেছেন।
বাংলাভিশনের হেড অব প্রোগ্রামের দায়িত্বভার গ্রহণের আগে শামীম শাহেদ এশিয়ান ডেভেলপ ব্যাংকের একটি প্রজেক্টে মিডিয়া কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন একুশে টিভিতে, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন বাংলাভিশনে। এর আগে সাংবাদিকতা করেছেন দুটি বিশিষ্ট দৈনিকে। পাশাপাশি তিনি বিজ্ঞপনী সংস্থা বিটপির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন বেশ কিছু সময়। গত পাঁচ বছর ধরে তিনি ইউনিসেফ প্রবর্তিত মীনা মিডিয়া অ্যাওয়ার্ডের একজন বিচারক।
এসবের বাইরে শামীম শাহেদ একজন নাট্যনির্মাতা এবং লেখক। শামীম শাহেদ নির্মিত আলোচিত ননফিকশন প্রোগ্রামের মধ্যে আছে আমার আমি, আর্টিক্যাল থার্টিনাইন, আয়নাঘর, গান নয় জীবন কাহিনী এবং আমার কথা বলব আমি। ফিকশন প্রোগ্রামের মধ্যে উল্লেখযোগ্য হলো ধারাবাহিক নাটক প্রভাতী সবুজ সংঘ, একক নাটক চোর এবং একবার মুগ্ধ হতে চাই।
বাংলাদেশ স্থানীয় সময় ২১২৭, আগস্ট ০৪, ২০১০