প্রথম নাটক পরিচালনা করছেন চঞ্চল চৌধুরী। ব্যস্ত নায়ক-নায়িকা দিয়ে শুটিং করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়লেন।
এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘নাটকটির গল্প বেশ ভালো। নাটকের শুটিং-এর সময় যেসব ঘটনা ঘটে তাই তুলে ধরা হয়েছে। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। ’
নাটকটিতে আরো অভিনয় করেছেন হুমায়রা হিমু, তিনু করিম, রিমু খন্দকার, শামীম, মাহাদী হাসান পিয়াল, লিজা, আলতাফ, নিকোলাস, অমা সরকার, মম সরকার, পলাশ, টিটু প্রমুখ।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে হুমায়রা হিমু বলেন, ‘গল্পটি পছন্দ হওয়ায় নাটকটিতে অভিনয় করেছি। দর্শকরা নাটকটি দেখে মজা পাবেন। ’
‘স্বপ্নে দেখা স্বপ্ন’ প্রসঙ্গে পরিচালক বিপ্লব কুমার পাল জানান, সৃষ্টিশীল কিছু করার ইচ্ছে মোবারকের (চঞ্চল চোধুরী)। বাবা-মা হারা এই যুবক জীবনের প্রয়োজনে গ্রাম ছেড়ে আসেন রাজধানীতে। পড়াশোনাও করেছেন। সফলতা না পাওয়ায় বন্ধুরা তাকে পাত্তা দিতেন না। ভালোবাসার মানুষটিও তাকে তাচ্ছিল্য করতেন। অবশেষে সুদিন আসে মোবারকের জীবনে। টেলিভিশন নাটক পরিচালনা করে তিনি। প্রথম নাটক পরিচালনা করতে গিয়ে নানা বিড়ম্বনার মুখোমুখি হন। শুটিং ইউনিটে ঘটে যায় মজার মজার ঘটনা।
সম্প্রতি গাজীপুরের পুবাইলের বিভিন্ন স্থানে নাটকটির শুটিং হয়। চিত্রগ্রহণ করেছেন ইকবাল ইব্রাহিম পলাশ।
বাংলাদেশ স্থানীয় সময় ২৩৩৫, আগস্ট ১৪, ২০১০