পপসম্রাট মাইকেল জ্যাকসন ও তার পরিবারের বিরুদ্ধে আনা চুক্তিভঙ্গের মামলা খারিজ করে দিয়েছে আদালত। ২০ আগস্ট শুক্রবার বিচারপতি হ্যারল্ড বায়ারের আদালত এই মামলা খারিজ করে দেয়।
মামলার রায়ে বলা হয়েছে, জ্যাকসন যে আসলেই চুক্তি সই করেছিলেন, এমন কোন তথ্য দিতে পারেনি মামলাকারী অল গুড সংস্থা। সুতরাং উপযুক্ত প্রমান না থাকায় মামলাটি বাতিল করা হয়েছে।
মামলাকারী অল গুড এন্টারটেনমেন্ট সংস্থার দাবি, মৃত্যুর দুই সপ্তাহ আগে জ্যাকসন তাদের সঙ্গে একটি কনসার্টে গান গাওয়ার চুক্তি করেছিলেন। চল্লিশ মিলিয়ন ডলারের বিনিময়ে জ্যাকসন এই চুক্তি করে। জ্যাকসনের মৃত্যুর কারণে সেই চুক্তিভঙ্গ হয়েছে। এজন্য তারা জ্যাকসন ও তার পরিবারের বিরুদ্ধে এই মামলা করে।
এদিকে মামলার রায়ে সন্তুষ্ট হতে পারেনি অল গুড এন্টারটেনমেন্ট। এ ব্যাপারে তারা উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৫১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০