নন্দিত অভিনেত্রী তারিন। আমাদের শোবিজে কাজ করছেন প্রায় দুই দশক ধরে।
অভিনেত্রী তারিন শুরু থেকেই নিজের মেধা ও প্রতিভা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। শিল্পীজীবনের দীর্ঘ পথ পরিক্রমায় স্বাী হয়েছেন নানা স্মরণীয় ঘটনার। তেমনি কিছু ঘটনা থেকে তার জীবনে ঘটে যাওয়া প্রথম অভিজ্ঞতার কথামালা নিয়েই অংশ নিয়েছেন ‘যা কিছু প্রথম’ অনুষ্ঠানে। অনুষ্ঠানের উপস্থাপিকা বিজরী বরকত উল্লাহর সঙ্গে গল্প আড্ডায় শূধূ ক্যারিয়ার নয়, শৈশব, কৈশোর এবং ব্যাক্তিজীবনের আরো অনেক প্রথম অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। যেমন- প্রথম শাড়ি পড়া, প্রথম বিদেশ ভ্রমন, প্রথম প্রেম, প্রথম স্কুল জীবন, প্রথম রোজগারসহ আরো অনেক স্মরণীয় স্মৃতির কথা জানতে পারবেন তার ভক্ত দর্শক।
তারিনের প্রথম অভিজ্ঞতার কথামালা নিয়ে ‘যা কিছু প্রথম’ অনুষ্ঠানটি দেশটিভিতে প্রচারিত হবে ঈদের দিন ২টা ৩০ মিনিটে। আসাদ উল্লাহ সারোয়ারের গবেষণা ও গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফরিদা লিমা।
‘যা কিছু প্রথম’ অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে তারিন জানান, শুটিংয়ের দিন প্রচন্ড অসুস্থ থাকার পরও আমি অনুষ্ঠানটিতে অংশ নিয়েছি। কারণ অনুষ্ঠানের কনসেপ্টটি আমার খুবই ভালো লেগেছে। আশাকরি দর্শক অনুষ্ঠানটি দেখে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারবেন। শুটিংয়ের সময় আমার মনে হয়েছে অনুষ্ঠান নয়, বিজরীর সঙ্গে আমি আমার জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে আড্ডা দিচ্ছি।
নির্মাতা সূত্রে জানা যায়, এবার দেশটিভির ঈদ আয়োজনের প্রথম দিনের বিষয় প্রেম এবং প্রেমের রঙ হিসেবে বেছে নেয়া হয়েছে নীল। তাই অনুষ্ঠানের সবকিছুতেই থাকছে নীলের ছোঁয়া। অতিথি তারিন সেদিন দর্শকের সামনে আসবেন নীলে নীলে নীলাঞ্জনা হয়ে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫৩০, সেপ্টেম্বর ০৬, ২০১০