৫৭তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হলো ১৫ সেপ্টেম্বর বুধবার। এতে শ্রেষ্ঠ অভিনেতার মর্যাদা অর্জন করেছেন বলিউড-কিংবদন্তি অমিতাভ বচ্চন।
৫৭তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ঘোষিত অন্য সব ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী: অনন্যা চ্যাটার্জি (আবহাওয়া), শ্রেষ্ঠ পরিচালক: ঋতুপর্ণ ঘোষ (আবহাওয়া), শ্রেষ্ঠ সহ-অভিনেতা: ফারুক শেখ (লাহোর), শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী : অরুন্ধতী নাগ (আবহাওয়া), শ্রেষ্ঠ প্লে-ব্যাক গায়ক: রুপম ইসলাম (মহানগর), শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা: নীলাঞ্জনা সরকার (হাউজফুল), শ্রেষ্ঠ মলয়ম চলচ্চিত্র: কুট্টি শ্রেঙ্ক, শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র : থ্রি ইডিয়টস, শ্রেষ্ঠ চলচ্চিত্র (সামাজিক বক্তব্যধর্মী): দিল্লি-৬।
এবারের জুরি বোর্ডের প্রধান চলচ্চিত্র ব্যক্তিত্ব রমেশ সিপ্পি ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ৫৭ তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
বাংলাদেশ স্থানীয় সময় ২০০৫ সেপ্টেম্বর ১৫, ২০১০