প্রতি বছরের মতো এবারও অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি পাঠানো হবে। এবারে দুটি ছবি জমা পড়েছে।
৮৩তম অস্কারের এই আসরের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৪ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে বাংলাদেশ অস্কার কমিটির কাছে ‘জাগো’ ও ‘গহীনের শব্দ’ ছবি দুটি জমা পড়ে।
‘জাগো’ ছবিটি পরিচালনা করেছেন খিজির হায়াত। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস, বিন্দু প্রমুখ।
‘গহীনের শব্দ’ ছবিটি পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। এতে অভিনয় করেছেন ইমন, কুসুম সিকদার, মাসুম আজিজ প্রমুখ।
১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অস্কারে প্রেরণের জন্য মনোনীত বাংলাদেশি ছবির নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫০, সেপ্টেম্বর ১৭, ২০১০