অনেক আগে থেকেই হেয়ার কালারের ট্রেন্ড চলে আসছে। কিš‘ আজ কাল যেন সবার পছন্দের স্টাইল হয়ে গেল চুল কালার করার বিষয়টি।
কালার করলে চুলের প্রথম দুটি লেয়ারের রঙে পরিবর্তন আসে এতে করে চুলের প্রাকৃতিক স্বাস্থের পরিবর্তন হয় । সে জন্য এ সময় চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি। জেনে নিন কালার করার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে।
বাড়িতে সপ্তাহে দু’বার প্রোটিন প্যাক ব্যবহার করুন। প্রোটিন প্যাক হলো ডিম, টক, অলিভ ওয়েল একত্রে মিশিয়ে প্যাক বানিয়ে ৪০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
মাসে ১ বার দু’টি ডিমের সাদা অংশ বিট করে শ্যাম্পুর মত ব্যবহার কর“ন। অবশ্যই প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না। এতে কালারের ক্ষতি হতে পারে।
চুলে লেবুর রস, হেনা ইত্যাদি দেয়া থেকে বিরত থাকুন।
১৫ দিন পরপর পার্লারে গিয়ে হেয়ার স্পা, ডিপ কন্ডিশনিং ,ক্রিম ট্রিটমেন্ট ইত্যাদি কর“ন। যা বিশেষভাবে কালার চুলের জন্য উপকারি।