পুলিশ জনগণের বন্ধু। বিপদে পড়লে এই বন্ধুদের কথা মনে হয়।
তেজগাঁও থানার এএসপি জনাব আনিসুর রশিদ বাংলানিউজকে জানান, সাধারন জনগণ যে কোনো প্রয়োজনে ২৪ ঘণ্টা নিচের নম্বরগুলোতে পুলিশের সেবা পেতে পারেন।
তেজগাঁও থানা:
ঠিকানা ৫৬, তেজকুনী পাড়া, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর ডিসি: ০১৭১৩৩৩৭১৭৫ এডিসি ০১৭১৩৩৭৩১৭৬ এএসপি (তেজগাঁও জোন) ০১৭১৩৩৭৩১৭৮।
মোহাম্মদপুর হাউজিং স্টেট, ব্লক-ই, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর: এএসপি (মোহাম্মদপুর জোন) ০১৭১৩৩৯৮৩৪১।
যাত্রাবাড়ী:
৩২০, যাত্রাবাড়ী, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর: ডিসি: ০১৭১৩৩৭৩১৩৮, এডিসি ০১৭১৩৩৭৩১৩৯, এএসপি (ডেমরা জোন) ০১৭১৩৩৭৩১৪১।
উত্তরা মডেল থানা
অবস্থান: সেক্টর-৪, উত্তরা, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর: ডিসি০১৭১৩৩৭৩১৫৬ এডিসি ০১৭১৩৩৭৩১৫৭, এএসপি(উত্তরা জোন) ০১৭১৩৩৭৩১৬০, এএসপি (বিমানবন্দর জোন)০১৭১৩৩৯৮৫৮৫।
মিরপুর মডেল থানা
ঠিকানা: সেকশন-২, মিরপুর, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর: ডিসি ০১৭১৩৩৭৩১৮৪ এডিসি ০১৭১৩৩৭৩১৮৫ এএসপি (মিরপুর জোন) ০১৭১৩৩৭৩১৮৭ এএসপি (পল্লবী জোন) ০১৭১৩৩৯৮৫৬২ ল্যান্ড ফোন ৯০০১০০১। ঠিকানা এসি (ওয়ারী জোন) ০১৭১৩৩৯৮৩৪০।
আপনার কাছের থানার নম্বর সেভ করে রাখুন। বলা তো যায় না কথনো প্রয়োজনে কাজে লাগতেও পারে।