ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অরণ্য ক্রাফটসের বিশেষ প্রদর্শনী

ফেরদৌস মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
অরণ্য ক্রাফটসের বিশেষ প্রদর্শনী

প্রাকৃতিক রংজাত পণ্যের অগ্রণী প্রতিষ্ঠান ‘অরণ্য ক্রাফট’সের বসন্তকালীন সংগ্রহ নিয়ে  ২৪ মার্চ শুরু হয়েছে ‘বসন্তে অরণ্য’ শীর্ষক বিশেষ প্রদর্শনী ।

শনিবার সকাল ১১ টায় ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত ফ্যাশন বিশেষজ্ঞ ও সমাজকর্মী বিবি রাসেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারুশিল্প বিশেষজ্ঞ রুবী গজনভী এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

গবেষক, সমাজকর্মী এবং কারুশিল্প বিশেষজ্ঞ রুবী গজনভী প্রতিষ্ঠিত ‘অরণ্য ক্রাফটস’  বিগত দুই দশক ধরে বাংলাদেশে প্রাকৃতিক রং নিয়ে কাজ করছে। এই কাজে অরণ্য প্রাধান্য দিয়েছে সৃজন ও রুচির উন্নয়ন। ২০১১ সাল থেকে বেঙ্গল ফাউন্ডেশনের অর্ন্তভূক্ত হওয়া অরণ্য ক্রাফটস এবার বসন্তকালীন সংগ্রহ নিয়ে প্রদর্শনী করছে। এই সংগ্রহে দেশীয় বয়নশিল্প, সূচিশিল্প ও রঞ্জনশিল্পের কৌশল বহুমাত্রিক বিন্যাসে উপস্থাপিত হয়েছে। প্রাকৃতিক রঙের সম্ভার নিয়ে রচিত হয়েছে ÔAranya Spring Collection 2012’। অরণ্য আশা করে এই প্রদর্শনী প্রাকৃতিক রং ব্যবহারের উদ্যোগকে অনুপ্রাণিত করবে।

প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। শেষ হবে ২৮ মার্চ।

বাংলাদেশ সময় ১৩৪৫, মার্চ ২৪, ২০১২

সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।