ঢাকাঃ আর মাত্র কয়েক দিন পর বাংলা নতুনবর্ষ, ১৮১৯। হাজার বছরের বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’কে ঘিরে আবেগের কমতি নেই কারো।
বিশেষ করে বাহারি রঙ আর ডিজাইনের পাঞ্জাবির পসরা সাজিয়ে বসেছে অভিজাত ফ্যাশন হাউজগুলো। আর পহেলা বৈশাখের সবচে’ আকর্ষণীয় পাঞ্জাবি কিনতে ফ্যাশন হাউজগুলোতে ভিড় জমাচ্ছেন ছেলে থেকে বুড়ো সবাই।
রাজধানীর ফ্যাশন হাউজ ঘুরে দেখা যায় পহেলা বৈশাখের কেনাকাটার ধুম।
কোথায় মিলবে পছন্দের পাঞ্জাবি
যুগের সাথে তাল মিলিয়ে বৈশাখের পোশাকে এসেছে বৈচিত্র। বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এবার বিভিন্ন হাউজের পাঞ্জাবি কালেকশনে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছেন ফ্যাশন ডিজাইনাররা। এক্ষেত্রে এক হাউজের সাথে প্রতিযোগীতা রয়েছে অন্য হাউজের, কে কার চেয়ে আকর্ষনীয় ডিজাইন ও রঙের পাঞ্জাবি ক্রেতাদের উপহার দিতে পারেন। তবে সবাই লক্ষ্য রাখছেন বর্ষবরণের পোশাকে দেশীয় ঐতিহ্যের ছাপ রাখতে।
আড়ং: দেশের অন্যতম ফ্যাশন হাউজ আড়ং পহেলা বৈশাখ উপলক্ষে পাঞ্জাবির বিশাল কালেকশন নিয়ে এসেছে ক্রেতাদের জন্য। আড়ং এর গুলশান আউটলেটে গিয়ে পহেলা বৈশাখের পাঞ্জাবির ব্যতিক্রমী সব কালেকশন চোখে পড়ে।
আড়ং এর সিনিয়র এক্সিকিউটিভ(মার্কেটিং) রাহাত হোসেন বাংলানিউজকে জানান, আবহাওয়ার ওপর লক্ষ্য রেখে এবার আমরা পাঞ্জাবি সহ অন্যান্য পোশাক প্রস্তুতের চেষ্টা করেছি। এবার লং ও শর্ট পাঞ্জাবি ছাড়াও সেমি লং পাঞ্জাবি রাখা হয়েছে। রঙের মধ্যে উজ্জল লাল, সবুজ, কমলা, নীল বেশি ব্যবহার করা হয়েছে। বৈচিত্র আনার জন্য পাঞ্জাবিতে সাদা ফিউশন ব্যবহৃত হয়েছে।
এসবের মধ্যে কটনের তসর ভিসকম হ্যান্ড এম্রয়ডারি পাঞ্জাবির মূল্য ১২০০-১৬০০ টাকা, কটনের স্কিনপ্রিন্ট টাইডাই পাঞ্জাবির দাম ১০০০-১৫০০ টাকা, কটন হ্যান্ড এম্রয়ডারি পাঞ্জাবি ১০০০-১৫০০ টাকা।
ইরি ডিজাইনের সিল্কের দুপিয়ান পাঞ্জাবির দাম একটু বেশি, অত্যন্ত আকর্ষনীয় ডিজাইনের এ পাঞ্জাবির কেনা যাবে ৪০০০-৬০০০ টাকার মধ্যে।
দেশিদশ: পহেলা বৈশাখের পাঞ্জাবির বিশাল সমাহার রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল-৭ এর দেশিদশে। দেশিদশের সব কর্ণারেই রয়েছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি। এসব দোকানে মোটামুটি সাশ্রয়ী মুল্যেই মিলবে পছন্দের পাঞ্জাবি।
দেশিদশের সাদাকালোতে পাওয়া যাবে সাদাকালোর ফ্যামিলি পোশাক। সময়ের সাথে পাল্লা দিয়ে ভিন্নতা আনা হয়েছে এখানে। পাঞ্জাবিতে রয়েছে হাতিঘোড়াসহ বিভিন্ন প্রাণীর ডিজাইন। সাদাকালোতে ৮০০-২৫০০ টাকায় মিলবে পছন্দের পাঞ্জাবি।
কে ক্রাফট-এ পাওয়া যাবে শর্ট পাঞ্জাবির বিশাল সমাহার। কারচুপি, এম্রয়ডারি, এপলিক, স্ক্রিনপ্রিন্ট, ব্লক ও হাতে কাজ করা শর্ট পাঞ্জাবি পাওয়া যাবে এখানে। ৬৫০-১২০০ কেনা যাবে আকর্ষনীয় এসব পাঞ্জাবি।
নিপুনের সাদা-লালের মধ্যে শর্ট, লং ও সেমি লং পাঞ্জাবি পাওয়া যাবে ৮৯০-১৭৯০ টাকার মধ্যে। ব্লকপ্রিন্ট, মেশিন এম্রয়ডারি, এপলিক, হাতে কাজ করা এসব পাঞ্জাবি ক্রেতাদের নজরকাড়ার মতো।
দেশিদশের রঙ কর্ণারে রয়েছে ঐতিহ্যবাহী সরাচিত্রের পাঞ্জাবি। ৬০০-১৫০০ টাকায় পাওয়া যাবে এসব পাঞ্জাবি।
আজিজ সুপার মার্কেট: বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউজগুলোতে বাহারি রঙের পাঞ্জাবি দৃষ্টি কাড়বে ক্রেতাদের। রাজধানীর অভিজাত ফ্যাশন হাউজগুলো থেকে এখানে অপেক্ষাকৃত সাশ্রয়ী দামে মিলবে পছন্দের বৈশাখের পাঞ্জাবি। এখানকার হাউজগুলোতে দামের ক্ষেত্রে বেশি পার্থক্য নেই।
মার্কেটের কৃষ্ণকলিতে রয়েছে সেমি লং ও শর্ট পাঞ্জাবির সংগ্রহ। ৭০০-৯৫০ টাকার মধ্যে কো যাবে এসব পাঞ্জাবি।
লণ্ঠনে সাদা আর লাল রঙের সংমিশ্রনে তৈরি পাঞ্জাবি ৬৫-৮৫০ টাকার মধ্যে পাওয়া যাবে।
এদিকে, রাজধানীর পাঞ্জাবির বৃহৎ পাইকারী মার্কেট বঙ্গবন্ধু এভিনিউ এলাকার পীর ইয়ামেনী মার্কেটে খুব আয়োজন নেই বৈশাখকে ঘিরে। এখানকার কিছু দোকানে বৈশাখের পাঞ্জাবির সংগ্রহ চোখে পড়লেও তাতে বেশি নতুনত্ব দেখা যায়নি। মূলত: ঐতিহ্যবাহী দেশিয় তাঁতের পাঞ্জাবিতে বৈশাখকে মেলে ধরেছেন এখানকার দোকানিরা। স্বল্পমূল্যেই এসব পাঞ্জবি কিনতে পারবেন ক্রেতারা। ৩০০-৬০০ টাকার মধ্যেই এসব পাঞ্জাবি কেনা যাবে।
বাংলাদেশ সময়ঃ ১১৫৩ ঘন্টা, এপ্রিল ১০, ২০১২
এআই
ছবি- কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম