ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

গরমে ঘরের সাজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, মে ১৫, ২০১২
গরমে ঘরের সাজ


এই গরমে ঘরে প্রশান্তির ছোঁয়া আনতে বেছে নিন হালকা রঙের বেডশিট, কুশন কভার ও পর্দা।

গরমের বেড কাভার, বেড শিট, পিলু কভার, কুশন কভার এবং মানানসই পর্দা।

হালকা রঙের জমিনে উজ্জল হালকা রঙে এ্যপ্লিকের কাজ করা হয়েছে। যারা গাঢ় রঙ পছন্দ করেন তাদের জন্য সই’লোর ডিজাইনে রয়েছে কালো জমিনে হালকা উজ্জল রঙের এ্যপ্লিক। সাথে রয়েছে হালকা রঙের পর্দা। দামও রয়েছে হাতের নাগালের মধ্যেই। ডিজাইনগুলো বেশকিছু রঙে পাওয়া যাবে।

পছন্দের পন্যগুলো পেতে চলে যান

 

সৌজন্যে: সই’লো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।