কাসফিয়া উলফাত, প্রশ্ন: চুল রুক্ষ, নিষ্প্রাণ ও কোকড়া, কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব?
সমাধান: ধন্যবাদ কাসফিয়া, এখনও আমাদের সৌন্দর্যের বড় অনুসঙ্গ চুল। চুলের যেকোনো ধরণের সমস্যায় অবহেলা না করে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে সমাধানের ব্যবস্থা নিন।
পরিচর্যার অভাবে চুল নিষ্প্রাণ ও রুক্ষ হয়ে যায়। নিয়মিত যত্ন নিলে, চুলে হারানো সৌন্দর্য ফিরে পাবেন।
যা করতে হবে: একদিন পরপর চুলে শ্যাম্পু ব্যবহার করুন। মনে রাখবেন, চুলের জন্য শ্যাম্পু নয় ক্ষতিকর হচ্ছে ময়লা।
শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না।
নিয়মিত তেল ম্যাসাজ করতে হবে।
ঘরে সপ্তাহে একদিন মেহেদি, ডিম এবং টক দই দিয়ে প্যাক তৈরি করে মাথায় লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।
তেলের সঙ্গে জবাফুল এবং আমলকি দিয়ে ১০ মিনিট জ্বালান। তেল ঠান্ডা হলে ছেকে রেখে দিন। এই তেল ব্যবহার করুন।
শ্যাম্পু কেনার সময় ভালো ব্রান্ডের হারবাল শ্যাম্পু কিনুন।
এই গরমে বাইরে যাওয়ার সময় চুল খোলা না রাখাই ভালো। এতে চুলা ময়লা কম হবে, সমস্যাও কম হবে।
আকর্ষণীয় সুন্দর ঝলমলে চুল পেতে নিয়মিত পরিচর্যা করুন।
আপনার যদি কোকড়া চুল ভালো না লাগে তবে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে আইরন করে নিতে পারেন। আর চাইলে পালার্রে গিয়ে স্থায়ীভাবে চুল স্ট্রেট করে নিন।