‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তারে ডেকে নিও’ অথবা, ‘বন্ধু, জানি না তুমি কেমন আছো, দিনগুলো কীভাবে কাটাও, শুধু একবার এসে বলে যাও’ এ গানগুলো শুনলে মনে পড়ে যায় প্রিয় বন্ধুর কথা।
প্রতিটি মানুষের জীবনেই বন্ধু থাকে।
এই দিনে এক বন্ধু আরেক বন্ধুকে দিয়ে থাকে বিভিন্ন উপহার। কেউ ফুল, কেউ কার্ড, কেউ শো পিস ইত্যাদি অনেক রকম জিনিস থাকে সেই উপহারের তালিকায়। আপনি কোন উপহারটি আপনার বন্ধুকে দেবেন ঠিক করেছেন? যদি করে না থাকেন তবে দেখে নিতে পারেন এই টিপসগুলো-
- ফুল সব সময়ই উপহারের জন্য একটি উত্তম জিনিস। বন্ধু দিবসে আপনার বন্ধুকে দিতে পারেন বিভিন্ন রঙের তাজা কিছু ফুল। সঙ্গে দিতে পারেন ফ্রেন্ড শিপ বেল্ট
- বিভিন্ন দোকানে ফ্রেন্ড শিপ ডে উপলক্ষে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর উক্তি ও গান লেখা ফ্রেন্ড শিপ কার্ড। আপনার মনের কথা প্রকাশ পায় এমন একটি কার্ড বেছে নিতে পারেন বন্ধুর জন্য
- কার্ডের পাশাপাশি আপনি পাবেন ফ্রেন্ডশিপ মগ। এমন একটি মগ বন্ধুকে উপহার হিসেবে দিতে পারেন
- বন্ধুকে চমকে দেওয়ার জন্য আপনার সঙ্গে তার সুন্দর মজার কোনো ছবি প্রিন্ট করে, সুন্দর ফ্রেমে বাঁধিয়ে উপহার দিতে পারেন, যেন ছবিতে চোখ পরলেই আপনার কথা মনে পড়ে আপনার বন্ধুর
- আগে থেকে যেনে নিন আপনার বন্ধুর পছন্দের রঙ। সে রঙের কোনো সুন্দর রুচিশীল পোশাক কিনে উপহার দিতে পারেন
- ছেলে বন্ধুদের জন্য কিনতে পারেন ব্রেসলেট বা মানিব্যাগ
- মেয়ে বন্ধুদের জন্য কানের একজোড়া সুন্দর দুল, পুতির বা পাথরের মালা। তবে কেউ যদি চুড়ি বা বালা কিনতে চান তাহলে হাতের মাপটি আগে জেনে নিন
- বন্ধু দিবস উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস টি-শার্ট, ফতুয়া ইত্যাদি তৈরি করে থাকে। আজিজ সুপার মার্কেটেও আপনি পেয়ে যেতে পারেন আপনার বন্ধুর জন্য পছন্দের কোনো পোশাক
- বাজারে এখন বিভিন্ন ডিজাইনের পেন-ড্রাইভ পাবেন। খুব ছোট অথচ প্রয়োজনীয় এ জিনিসটি উপহার হিসেবে দিতে পারেন আপনার বন্ধুকে
- সামনে যেহেতু ঈদ, তাই আপনি একঢিলে দুই পাখি মারতে পারেন। এমন একটি উপহার কিনুন যা ঈদের দিনও ব্যবহার করা যায়
- ঘরে সাজিয়ে রাখার জন্য কিনতে পারেন কাচের বা পাথরের সুন্দর সুন্দর শোপিস
- এছাড়া ফ্রেন্ডশিপ ডে’তে সময় করে আপনার বন্ধুকে নিয়ে ঘুরে আসতে পারেন তার পছন্দের কোনো জায়গায় এবং খাওয়াতে পারেন তার পছন্দের কোনো খাবার।
এসব উপহারের পাশাপাশি পুতুল, কলম, ডায়রি, হ্যান্ড ব্যাগ, ছবি বা গানের সিডিও উপহার হিসেবে দিতে পারেন আপনার প্রিয় বন্ধুকে।
বন্ধুত্ব শুধু একটি দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। তাই বন্ধুর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন। চিরসুবজ রাখুন আপনার বন্ধুত্ব। বন্ধুর পাশে থাকুন সব সময়।
মডেল: রাজিব ও সানাম
ছবি: নূর (লাইফস্টাইল ফটোগ্রাফার)