শারদীয় পূজা উৎসব উপলক্ষে নগরদোলায় পাওয়া যাবে পূজার বিশেষ পোশাকের সমাহার।
পূজা উৎসব যেহেতু মোটামুটি গরমের মধ্যে উৎযাপন হয়ে থাকে নগরদোলা তাই বেছে নিয়েছে গরমে ব্যবহার উপযোগী আরমদায়ক কাপড়গুলো এবং রং নির্বাচনের ক্ষেত্রে প্রথা অনুযায়ী অঞ্জলী দেয়ার পোশাক লাল কোরা রংকে প্রাধান্য দিয়েছে।
পাশাপাশি উৎসবের ব্যবহৃত ও প্রচলিত উজ্জ্বল রংগুলো থাকছে। নগরদোলার পোশাকে আনা হয়েছে ট্রেডিশনাল ও ট্রেন্ডি স্টাইল যা সব বয়সী ক্রেতাদের নজর কাড়বে।
মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, ফতুয়া, ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে লং পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, ফতুয়া, সে সঙ্গে বাচ্চাদের জন্যেও রয়েছে আকর্ষণীয় পোশাক। আর পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাসাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে।