দুর্গোৎসব উপলক্ষ্যে দ্বিতীয়বারের মত ফ্যাশন হাউজ ‘রঙ’ এর সার্বিক ব্যবস্থাপনায় উৎসবমুখর সময়ে ‘শারদ সাজে রঙ এর দিদি-২০১২’ আয়োজন করেছে। দুর্গা পূজার সপ্তমীর সারাদিন এবং অষ্টমীর দুপুর পর্যন্ত, বাংলানিউজ ও স্বনামধন্য ফটোগ্রাফার চঞ্চল মাহমুদের এক ঝাঁক তরুণ প্রতিভাবান ফটোগ্রাফার রয়েছেন ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র মাঠের পূজা মন্ডপ প্রাঙ্গনে।
আর এখান থেকে প্রতিভাবান ফটোগ্রাফাররা ক্যামেরায় ফ্রেমে বন্দি করবেন শারদ সাজ এর তরুণী ও রমণীদের। সবাই আমন্ত্রিত।
শুভ নবমীর দিন ২৩ অক্টোবর, সন্ধ্যা ৭ টায়, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ প্রঙ্গনে রঙ এ জমাকৃত ছবি ও ফটোগ্রাফাররা ক্যামেরায় ফ্রেমে বন্দি ছবি থেকে বেছে নেয়া হবে ‘শারদ সাঝে রঙ এর দিদি’ ও সেরা ফটোগ্রফারদের। ‘রঙ’-এর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়াও ‘রঙ’-এর পক্ষ হতে রয়েছেই বিশেষ শারদীয় গিফ্ট ।
শুধু কি তাই? এর বাইরেও আছে আরও চমক! স্বনামধন্য ফটোগ্রাফার সাফাওয়াত খান সাফু ও তাহের মানিকের কাছে একটি ফ্রি ফটোসেশন এবং বানথাই বারবার এন্ড বিউটি স্যালুন এ পুরো এক বছর ফ্রি সার্ভিসের ব্যবস্থা।
এই আয়োজনটিতে বিশেষ ব্যবস্থাপনায় রয়েছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। এছাড়াও সহযোগিতায় পাশে আছে বিউটি পার্টনার বানথাই বারবার এন্ড বিউটি স্যালুন , ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, সাফাওয়েত খান সাফু ও তাহের মানিক এবং এই আয়োজনটির মিডিয়া পার্টনার হিসাবে দ্বায়িত্ব পালন করেছে বহুল জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশন, জনপ্রিয় এফ এম রেডিও স্টেশন এবিসি রেডিও এবং বহুল পঠিত অনলাইন পত্রিকা banglanews24.com। পুরো অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে আছে ‘স্টার এন্ড এসোসিয়েট’।