শরীরের সবচেয়ে বেশি সক্রিয় অঙ্গটি হচ্ছে আমাদের হাত। দুটি হাতের সাহায্য ছাড়া আমাদের সুস্থ জীবনের কথা চিন্তাও করা যায় না।
হাত দেখলেই কিন্তু বোঝা যায় আমরা নিজেদের প্রতি কতোটা যত্নবান। আজ থেকেই কিছুটা সময় বরাদ্দ রাখুন হাতে যত্নে:
*হাতের ত্বক খুব পাতলা হয়। ফলে একটু অযতেœই হাতের ওপরের ত্বকে কুঞ্চন দেখা দেয়। তাছাড়া বিবর্ণ হওয়াও একটি বড় সমস্যা
*ঘরের কাজ তো করতেই হয়, সবজি কাটা, কাপড় কাচার পরে হাত ভাল করে ধুয়ে ভেজা হাতে মাসাজ ওয়েল মেখে নিন। এরপর খানিকটা লিকুইড সোপ নরম ব্রাশে নিয়ে হাতের কোণে জমা ময়লা বা মরা চামড়া ভালোভাবে পরিষ্কার করুন। তারপর ভালো কোনো ক্রিম লাগিয়ে নিন দু’হাতে
*শীতে বাইরে যাওয়ার সময় দু’হাতে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে বেরুবেন
*বারবার হাত পানিতে ভেজালে ত্বক ফুলে ওঠে। শীতে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। এ অবস্থায় হাত পানিতে কম ভেজানোর চেষ্টা করবেন
*হাত আমাদের সৌন্দর্যেরও বড় অংশ একে মোলায়েম ও মসৃণ রাখতে নিয়মিত স্ক্র্যাব ও মাক্স ব্যবহার করুন।
*ঘরে তৈরি স্ক্র্যাব, ১টি পাতিলেবুর রস ও ২ চা চামচ চিনি মিশিয়ে এই মিশ্রণটি হাতে দিয়ে ঘষে ঘষে মেলাতে পারেন, মরা কোষ উঠে মশৃণ হবে।
*ঘরে তৈরি মাক্স, হাতের উজ্জ্বলতা বাড়াতে ১ টেবিল চামচ ময়দা দুধে গুলে হাতে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
মনে রাখবেন সাবান, ময়েশ্চারাইজার, লোশন, ক্রিম কেনার সময় অবশ্যই ভালো কোম্পানি এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন।
সৌজন্যে: ওমেন্স ওয়াল্র্ড
মডেল: ইরা
ছবি: নূর