এবার গ্রীষ্মের আগেই বেশ গরম পড়েছে। নানা কাজে ছুটতে হয় ঘরের বাইরে।
পাতলা সুতি কাপড়ের পোশাক পরলে একদিক থেকে যেমন গরম কম লাগবে অন্যদিকে আরামও লাগবে। ফলে স্বচ্ছন্দে কাজ করা যাবে।
এসব বিষয় মাথায় রেখে ফ্যাশন হাউস ‘রিচম্যান’ বাজারে এনেছে ছেলেদের সুতির প্রিন্ট ও চেক শাট। খাটো হাতা কলারওয়ালা শার্ট, পলো শার্ট, ব্যান্ড কলার হাফহাতা শার্ট।
ঢিলেঢালা শার্ট ছেড়ে তরুণ থেকে শুরু করে সব বয়সী পুরুষের কাছে ফিটিং বা স্লিম ফিটিং শার্টগুলো জনপ্রিয়তা পেয়েছে। শার্ট কাটিংয়ের ক্ষেত্রে হাফ হাওয়াই, অ্যারো, সেমি বা স্লিম ফিটিং শার্ট।
রিচম্যানের এসব পোশাকের দাম ৮৫০ টাকা থেকে শুরু।