ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে আবর্তন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
ঈদে আবর্তন

আবর্তন ঈদে এনেছে খানিকটা লম্বা ঝুলের সিøমফিট ট্রেন্ডি সালোয়ার কামিজ। নেক লাইন ও ওড়ানাতে ভেরিয়েশন করা হয়েছে তরুণ প্রজন্মের ফ্যাশন ভাবনা থেকে।



ফেব্রিক্স ও পোশাকের রঙে ফেস্টিভমুড ও ডিজাইন ভেরিয়েশন করা হয়েছে গরমে সাচ্ছন্দে পরার উপযোগী করে।

আবর্তনের পাঞ্জাবি ও ছোটদের পোশাকের পাশাপাশি থাকছে  মসলিন ও কটন শাড়ির বৈচিত্র্যময় কালেকশনস। ব্লক, এপ্লিক, এমব্রয়ডারি প্রাধান্য পেয়েছে শাড়ি বা পোশাকের ক্যানভাসে। শোরুম: শুক্রাবাদ, ওয়ারি, মিরপুর ও মালিবাগ।

এবি ফ্যাশন
তরুণ-তরুণী এবং শিশুকিশোরদের জন্য এবি ফ্যাশন মেকারের ট্র্যাডিশনাল ঈদের পোশাকগুলো করা হয়েছে রঙ ও ডিজাইন বৈচিত্র্য দিয়ে।

এছাড়া  প্রতিটি টপস বা কুর্তার ডিজাইনের মোটিফ দেশীয় হলেও কাটিং- প্যাটার্নে পাশ্চাত্য স্টাইল অনুসরণ করা হয়েছে।

পাশাপাশি আউটগোয়িং তরুণীদের জন্য থাকছে ওয়েস্টার্ন প্যাটার্নের দেশীয় আবহের পোশাক। ২৮ গোল্ডেন গেইট শপিং সেন্টার, মিরপুর রোড, ঢাকা এই ঠিকানায় পোশাকগুলো পাওয়া যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।