তিন চারটি বাঘ সারাদিন আশপাশে ঘুরে বেড়ায়।
শুধু কি বাঘ সিংহও আছে এখানে।
রয়েছে রং-বেরং-এর পাখি
হরিণগুলো এতো মুগ্ধ চোখে আপনাকেই তো দেখছে
এতো সুন্দর এতোগুলো মাছ আগে কখনো দেখেননি!
জানতে ইচ্ছে করছে এটা কোন জায়গা? খুব দূরে নয় বন্ধুরা কাছেই।
ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটারের পথ। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। পার্কটির আয়তন ৩৬৯০ একর। সুবিশাল পার্কে রয়েছে আকর্ষর্ণীয় ম্যুরাল ও মডেলসহ প্রধান ফটক, ফোয়ারা, জলাধার ও লেক, তথ্যকেন্দ্র, পার্ক অফিস, ডরমেটরি, বিশ্রামাগার, ইকো-রিসোর্ট, ডিসপ্লে ম্যাপ, আরসিসি বেঞ্চ ও ছাতা।
উদ্যোক্তা নাজমুল হুদা মনজু বিশ্বের নানা প্রান্ত থেকে একের পর এক বিরল প্রজাতির পশু-পাখি আমদানি করছেন এবং পরম মমতায় যথাযথ পরিচর্যার মাধ্যমে প্রতিকুল আবহ্ওয়া, পরিবেশের সাথে খাপ খাওয়াতে সক্ষম হচ্ছেন।
পার্কে প্রবেশ করতে বয়স্কদের জনপ্রতি প্রবেশ ফি ৫০ টাকা, অনুর্ধ্ব ১৮ বছরের শিশুদের ২০ টাকা। যে কোনো ছুটির দিনে পারিবার আর বন্ধুদের নিয়ে ঘুরে আসুন।