দেশের উত্তর-মধ্যাঞ্চল মারাত্মকভাবে বন্যায় প্লাবিত। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি জেলা।
আমরা জানি দেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য দু’বেলার খাবার জুটছে না, অনেকের ঘরে চাল থাকলেও রান্নার কোনো ব্যবস্থা নেই। অবর্নণীয় কষ্টে গবাদি পুশু আর মানুষ খোলা আকাশের নিচে রাস্তায় আশ্রয় নিয়েছে। অনেক জায়গায় ত্রাণ পর্যাপ্ত পৌঁছাচ্ছে না। এই মানবেতর অবস্থায় আমরা কি কিছুই করবো না?
নিশ্চয় করবো। আপনাদের সাথে নিয়ে এবারও বাংলানিউজ সোশ্যাল সাভির্স' (বিএনএসএস) ও হোপ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ নিয়েছে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর।
যোগাযোগ: বাংলানিউজের লাইফস্টাইল এডিটর ও বিএনএসএস আহ্বায়ক
শারমীনা ইসলাম
ইমেইল[email protected]।
ফোন: ০১৯৩৭১৯৯৩৭৬
মোঃ জহিরুল ইসলাম (জিন্নাহ)
Paypal: [email protected]
ফোনঃ +16478916592
সমাজের দুঃস্থ ও আর্তপীড়িত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে বাংলানিউজের নিজস্ব ত্বত্তাবধানে পরিচালিত হচ্ছে 'বাংলানিউজ সোশ্যাল সাভির্স' (বিএনএসএস) সামাজিক সেবা কর্মসূচি।