ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

চট্টগ্রামেও ফুডপান্ডা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
চট্টগ্রামেও ফুডপান্ডা

বন্দরনগরী চট্টগ্রামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। চট্টগ্রামে গত দুই মাস ধরে কার্যক্রম চালালেও সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফুডপান্ডার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।



অনুষ্ঠানে ফুডপান্ডার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা, উপ-পরিচালক যুবায়ের বি.এ সিদ্দীকী, বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ।

আমব্রিন রেজা বলেন, ফুডপান্ডা বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের ৩৫ হাজার রেস্টুরেন্টের সাথে কাজ করছে। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ফুযপান্ডা। কার্যক্রম শুরু থেকেই আমরা বেশ সাড়া পেয়েছি। ফোন করে কিংবা অনলাইনের মধ্যেমে খাবারের চাহিদার কথা জানালে এক ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে ফুডপান্ডার কর্মীরা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।