ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লাভ লেটার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
লাভ লেটার

কতদিন ধরে একটি চিঠির অপেক্ষা করত প্রেমিকা। কত মিষ্টি মিষ্টি কথার মালা ছিল সেই একেকটি চিঠি।

তা কি একবার পড়েই সাধ মেটে? বাড়ির সবাইকে লুকিয়ে কোথায় রাখা যায় সেই প্রাণ প্রিয় মানুষটির ভালোবাসা ভরা চিঠিটি তা নিয়েও সে কি চিন্তা। পাছে কেউ দেখে ফেলে। মাঝে মাঝে সে চিঠি বের করে দুরুদুরু বুকে পড়া...আবার তুলে রাখা, জমিয়ে রাখা সেই চিঠির ভাণ্ডার। গয়নার বাক্সের চেয়েও অনেক মূল্যবান সে সম্পদ।

বছরের পর বছর চিঠিগুলো রেখে দিয়েছেন সযত্নে। প্রিয় সে মানুষটির সঙ্গে হয়তো আজও আছে সে প্রিয় সম্পর্ক অথবা সব সম্পর্ক চুকে গেছে সেই কবে। দেখা হয় না কত বছর তারপরও মায়া পড়ে গেছে চিঠিগুলোর, ছেঁড়া হয়নি আজও পরম যত্নে কোনো শাড়ির ভাঁজে লুকানো রয়েছে সেই সদ্য স্কুল পেড়োনো বয়সের চিঠিগুলো।

আপনারা জেনে খুশি হবেন ইভেন্ট প্রতিষ্ঠান “Aiojon” আসছে ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবসে সেই লাভ লেটারগুলো প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।

প্রদর্শন করা চিঠি গুলোর মাঝ থেকে নির্বাচিত ৩টি চিঠির প্রেরক এবং প্রাপক জুটির জন্যে বিশেষ পুরস্কার থাকবে।

অবশ্যই অরিজিনাল কপি হতে হবে। প্রদর্শনীর পর চিঠি ফেরত দেয়া হবে। একজনের একটা চিঠিই প্রদর্শন হবে।

Aiojon
H # 52 , R # 4 Sec # 3
Uttora Dhaka # 1230
Cell # 01732332267
email.:[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।