সাজগোজ বা মেকআপ করার সময় আপনি কি প্রায়ই কিছু ভুল করে বসেন? হঠাৎ কোনও অনুষ্ঠানে যেতে হবে, হাতে সময় একদম কম, কীভাবে সাজবেন, কোন পোশাকের সাথে কি রঙের আইশ্যাডো বা লিপস্টিক ব্যবহার করবেন বুঝতেই পারছেন না? বন্ধুর বিয়ে, নিজেকে উপস্থাপন করতে হবে সুন্দরভাবে, কিন্তু বুঝতে পারছেন না কীভাবে?
এসব প্রশ্ন প্রায়ই আমাদের বেশ ভাবিয়ে তোলে, আমরা বুঝতেই পারি না কীভাবে কী করব। যেতে হয় বিউটি পার্লারে।
শিখে নিন খুব সহজে সাজের মাধ্যমে নিজের লুক চেঞ্জ করার রহস্য। নতুন লুক পেতে সাহায্য করেছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।
ফারনাজ বলেন, প্রথমে ময়দা দিয়ে ত্বক পরিস্কার করে এক টুকরো বরফ ৫মিনিট ত্বকে ঘষে নিন। এবার মুখ, গলায় ফাউন্ডেশন কমপ্যাক্ট পাউডার দিন। সাজ বেশি সময় স্থায়ী করতে স্পঞ্জ পানিতে ভিজেয়ে মুখে চেপে মেকআপ বসিয়ে নিন।
চোখে মাশকারা, আইলাইনার এবং গাঢ় রং-এর স্যাডো ব্যবহার করুন। লাইনার দিয়ে লাইন করে ঠোঁটে লিপগ্লস দিন।
ভিডিও দেখেই শিখুন সঠিক নিয়ম। আর দেখুন মডেলের আসলেই চেঞ্জ হয় তো?