ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

গরমে বালুচর-এর পাঞ্জাবি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, জুন ৯, ২০১৫
গরমে বালুচর-এর পাঞ্জাবি

গরম থেকে রক্ষা পাওয়া জন্য সবাই আরামদায়ক কাপড়ের তৈরি সব পোশাক পরে। এই গরমে বালুচর তাদের শোরুমে নিয়ে এসেছে সুতি কাপড়ের আরামদায়ক সব পাঞ্জাবি।

আজিজ সুপার মাকের্টে বালুচরে শুধুই পাঞ্জাবি পাওয়া যায়।

এসব পাঞ্জাবিতে কাজ হিসেবে, কারচুপি, ব্লক-বাটিক, প্যার্টান,  এমব্রয়ডারি, এম্বুস ও ব্লকপ্রিন্ট করা হয়েছে।

খুচরা পাশাপাশি পাইকারী ও পাওয়া যাবে এসব পোশাক।

যোগাযোগ: ৮১ আজিজ সুপার মার্কেট [৩য় তলা], শাহবাগ, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।