ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ইফতার পার্টির স্নিগ্ধ সাজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
ইফতার পার্টির স্নিগ্ধ সাজ

রমজান মাস জুড়ে বেশির ভাগ দিনই আমাদের ইফতারের দাওয়াতে যেতে হয়। কখনো বন্ধু বা আত্মীয়ের বাড়িতে ছোট ঘরোয়া আয়োজন আবার কোনো দিন বড় কোনো হোটেলে ইফতার পার্টি।



ইফতার অনুষ্ঠানের আয়োজন যে পরিসরেই হোক না কেন আমাদের এগুলো রক্ষা করতে হয়। আর আমরা ইফতার পার্টিতেও নিজেকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি ভাবেই যেতে চাই। তবে এজন্য চাই প্রস্তুতি আর সঠিক মেকআপ গাইড লাইন।

ইফতার পার্টিতে কীভাবে সাজবেন সে বিষয়ে বিস্তারিত জেনে নিন…

মনে রাখতে হবে পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আমাদের ধর্মীয় অনুষ্ঠান। আমাদের সাজ-পোশাকও হতে হবে অনুষ্ঠানের ধরণ বুঝে। পোশাকের ক্ষেত্রে সুতি, তাঁত বা জামদানি শাড়ি বা সুতি সালোয়ার-কামিজই বেছে নিন। পোশাকের রং এর সঙ্গে মিল রেখে সাজুন। যদিও সন্ধ্যার পার্টি তারপরও সাজে মার্জিতভাব বজায় রাখুন, হালকা মেকআপ করুন।
•    প্রথমে ফেসওয়াশ বা ওয়েট টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করে নিন
•    এবার শুষ্ক ত্বক হলে হালকা করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারেন
•    এরপর ফইন্ডেশনের হালকা বেজ করে, কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন
•    চোখে হালকা রং এর শ্যাডো লাগিয়ে আইলাইনার দিন। কাজল ও মাশকারা লাগান
•    গোলাপি, ব্রাউন বা যেকোনো হালকা রং-এর লিপস্টিক বা লিপগ্লস দিয়ে ঠোঁট রাঙিয়ে নিন
•    গালে হালকা ব্লাশন লাগান। কপালে টিপ পরতে চাইলে ছোট টিপ পরুন আর না পরলেও ক্ষতি নেই। হয়ে গেল মুখের সাজ
•    চুল আয়রন করে খুলে বা ব্যাণ্ড দিয়ে বেঁধে রাখতে পারেন
•    পোশাক এবং সাজের সঙ্গে মানানসই গলায় ছোট চেইন ও কানে দুল পরুন
•    পোশাক ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাগ নিন ও জুতা পরুন।

সবশেষে হালকা কোনো সুগন্ধি মেখে নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই, স্নিগ্ধ সাজে বেরিয়ে পরুন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।