ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ক্যান্সার আক্রান্ত নাসেরের প্রয়োজন ২৫ লাখ টাকা

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ক্যান্সার আক্রান্ত নাসেরের প্রয়োজন ২৫ লাখ টাকা মো. আবু নাসের

নোবিপ্রবি: ফার্মাসিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন  দেশের অন্যতম বিদ্যাপিঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি ‍বিভাগে।

পড়াশোনা শেষে নিজেকে প্রতিষ্ঠিত করে দরিদ্র মা ও ছোট ভাই-বোনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন বুনতেন নিরন্তর।



কিন্তু নোবিপ্রবির ফার্মেসি বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র মো. আবু নাসেরের সে স্বপ্নের অপমৃত্যু হতে চলেছে মরণব্যাধি ক্যান্সারে।

গত ১২ জুলাই কোলন ক্যান্সার ধরা পড়ে নাসেরের। বর্তমানে তিনি রাজশাহী শহরের জমজম ইস্পাহানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার পরিবার ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, নাসেরের গ্রামের বাড়ি বগুড়ার সাজাহানপুর উপজেলার ফকিরপাড়া গ্রামে। ১৯৯৮ সালে বাবাকে হারান তিনি। সংসারে মা ছাড়াও রয়েছে ছোট ৩ ভাই ও ২ বোন। অভাবের সংসারে লড়া‌ই করে চলতে হয়েছে প্রতিনিয়ত। ক্যান্সার ধরা পড়ার পর প্রথমদিকে আত্মীয়-স্বজনদের সহায়তায় চিকিৎসা চলেছে।

কিন্তু দুরারোগ্য এ ক্যান্সার থেকে আরোগ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে আগামী ২০ দিনের মধ্যে ভারতে নিতে হবে। এজন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু তার পরিবার ও স্বজনদের পক্ষে এ অর্থের সংকুলান করা অসম্ভব।

তাই সমাজের বিত্তবান ও দানশীলদের প্রতি নাসেরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন তার সহপাঠীরা।

নাসেরকে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:

মো. সেলিম হোসেন
অগ্রণী ব্যাংক লিমিটেড, নোবিপ্রবি শাখা
হিসাব নং: ৩৪০১২০০১
বিকাশ নং: ০১৭৭৩৫৪৫৪৫৫ (মিলন)

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।