ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

উৎসবে অঞ্জন’স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
উৎসবে অঞ্জন’স

কামিজের কাটিং আর  ছাটে প্রাধান্য দিয়ে এবার এর ঘের, স্লিভ, নেকলাইনে বৈচিত্র্য আনা হয়েছে।

এমব্রয়ডারি আর প্রিন্ট মাধ্যমে ফেব্রিক ব্যবহার হয়েছে কটন, লিনেন কটন, এন্ডি কটন, এন্ডি সিল্ক,  সিল্ক।

এছাড়াও শাড়িতে পাড় ও আচলে এমম্ব্রয়ডারি ও প্রিন্ট করা হয়েছে। পাশাপাশি শাড়ির বুনন ও ডিজাইনে থাকছে নতুনত্ব।

সিলভার ও বিভিন্ন ধরনের মেটালে তৈরি চুড়ি, বালা, কানের দুল, মালা, পায়েল, আংটি ও নেকলেস সেটও আছে এবারের ঈদ আয়োজনে। পাশাপাশি পরিবারের কনিষ্ট শিশুর জন্যও থাকছে শাড়ি, ফ্রক, পাঞ্জাবি আর সালোয়ার কামিজ।

অঞ্জন’স-এর শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, প্রতিটি উৎসব সবার জন্য। তাই সব বয়সের, সব স্তুরের মানুষের জন্য সাধ্যের মধ্যে রুচিশীল দেশি পোশাক ও ‍অনুসঙ্গ তৈরি করি আমরা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।