সব ঋতুতেই আমাদের ত্বকে ছোটখাটো সমস্যা লেগেই থাকে। এসব সমস্যার পেছনে রয়েছে, আমাদের ত্বকের প্রতি অবহেলা।
- সকালে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।
- গোসলের আগে ত্বক অনুযায়ী ফেসিয়াল মাস্ক লাগাতে পারেন।
- গোসলের পর ময়েশ্চারাইজার দিয়ে মুখ, হাত ও পা মাসাজ করুন।
- রান্নার সময় এবং বের হওয়ার আগে সানস্ক্রিন লাগান।
- বাড়ি ফেরার পর ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা ও টোনিং এবং ময়েশ্চারাইজিং করুন।
আমরা অনেক সময় ত্বক বলতে শুধু মুখের যত্ন নিয়ে থাকি। কিন্তু মুখের সঙ্গে যদি হাত, পা, গলা, ঘাড়েরও যত্ন নিতে হবে।