ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হোটেল সারিনায় লবস্টার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
হোটেল সারিনায় লবস্টার

প্রায় সবার প্রিয় মাছের তালিকায় প্রথমস্থানেই থাকে লবস্টার। আর লবস্টারপ্রেমীদের জন্য বনানীর পাঁচ তারকা বিজনেস বুটিক হোটেল সারিনায় আসছে লবস্টার ম্যাডনেস।



সারিনায় ১৭ তলায় অবস্থিত এলিট রেস্টুরেন্টে ২০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই আয়োজন। লবস্টারের মধ্যে থাকছে গ্রিলড বিল্লালুনা, ডিয়াভোলো, লবস্টার থারমিডোর, লবস্টার রোল, লবস্টার ককটেলসহ মজার মজার সব আইটেম।  

সুস্বাদু লবস্টারের স্বাদ নিতে যেতে পারেন হোটেল সারিনায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।