ডিসেম্বর মাসকে বলা যায় উৎসবের মাস। এ মাসেই আমাদের মহান বিজয় দিবস, বড়দিন আর পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব, সবই এই মাসে।
হোটেলটির স্কাইলাইন ইনফিনিটিপুল এর পাশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে শিশুদের বড়দিনের অনুষ্ঠান, যা বড়দিনের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে।

undefined
এখানে শিশুদের জন্য থাকছে যাদু প্রদর্শনী, বায়োস্কোপ, বেলুন প্রদর্শনী, টেবিল ট্রিক্স,ভাগ্য গননা, ফেইস পেইন্টিং। আর সান্তাক্লজ তো থাকবেনই অনেক অনেক উপহার নিয়ে।
বড়দিন উপলক্ষে বড়দের জন্যও ১০০ টিরও বেশি খাবারের আইটেম নিয়ে ডিনারের আয়োজন করেছে লা মেরিডিয়ান।
বিস্তারিত জানতে : + ৮৮ ০১৭২৩ ৫৯৫৪৬৩