ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

লাইফস্টাইল

চ্যালেঞ্জ উইথ কালারস

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
চ্যালেঞ্জ উইথ কালারস

দেশে জীবনমান উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বাড়ছে সৌন্দর্য সচেতনতা। বাড়ছে বিউটি পার্লার কিংবা বিউটি সেলুন।

আর এশিল্পে প্রতিনিয়তই চাহিদা বাড়ছে বিউটিশিয়ান বা রূপবিশেষজ্ঞের। বিষয়টি মাথায় রেখে ‘ওমেন্স ওয়ার্ল্ড’কে সঙ্গে নিয়ে এনটিভি অনলাইন আয়োজন করতে যাচ্ছে মেকআপ প্রতিযোগিতা ‘চ্যালেঞ্জ উইথ কালারস’।

রাঙিয়ে তোল তোমার স্বপ্ন- স্লোগানকে প্রতিপাদ্য ধরে আগামী মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ‘চ্যালেঞ্জ উইথ কালারস’ প্রতিযোগিতাটি  শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে খুঁজে বের করা হবে সেরা ১০ জন বিউটিশিয়ানকে।

২৭ ডিসেম্বর  (রোববার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ফারনাজ আলম জানায়, ১০ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। ওই দিন দেশের সেরা বিউটিশিয়ানরা নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেবেন বিজয়ীদের হাতে।

প্রতিযোগিতায় ভিজ্যুয়াল পার্টনার হিসেবে থাকছে ‘প্রীত রেজা প্রোডাকশন’।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।