ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জামদানি নিয়ে অঞ্জন’স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
জামদানি নিয়ে অঞ্জন’স

জামদানির ঐতিহ্যবাহী গৌরবের ধারাবাহিকতার প্রতি শ্রদ্ধা জানাতে ফ্যাশন হাউস অঞ্জনস আয়োজন করেছে জামদানি বিপণন প্রদর্শনী।

শনিবার রাজধানীর বনানীতে অঞ্জনসের আউটলেটে ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী হাশেম খান, গবেষক হামিদা হোসেন, ডিজাইনার চন্দ্র শেখর
সাহাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে হাশেম খান বলেন, জামদানি বাঙালি জীবনের বিশেষ সম্পদ। এর ঐতিহ্যবাহী সৌন্দর্য এখনও সমাদৃত। শুধু দেশে নয়, বিদেশিদেরও আমাদের জামদানির প্রতি আগ্রহ বেশি। আমাদের সবার জামদানির এ ঐতিহ্যকে ধরে রাখতে হবে।

এসময় অঞ্জন'সের শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, ‘অনেক ক্ষেত্রেই জামদানির মুল বৈশিষ্ট্য হারাতে বসেছে। এই আয়োজনের মাধ্যমে আমরা জামদানির আভিজাত্য তুলে ধরতে চাই। ’

জামদানির ঐতিহ্য সম্পর্কে চন্দ্র শেখর সাহা বলেন, আমরা নিজেদের ইচ্ছামতো ডিজাইন করতে তাঁতীদের চাপ দেই। ফলে এটি তার ঐতিহ্য হারিয়ে ফেলছে। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। মসলিন পরিপূরক হয়ে বাংলায় এসেছিল জামদানি। ক্রমেই এটি মসলিনের মতোই আভিজাত্য আর বাংলার তাঁতীদের সুনিপুণ প্রতীক হয়ে দাঁড়ায়।

অঞ্জনসের বনানী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রামের জি.ই.সি মোড়ের বিক্রয়কেন্দ্রে ৬ জানুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।