শুরু হলো পবিত্র রমজান মাস । ঈদ দরজায় কড়া নাড়ছে।
আমাদের আর্থিক অবস্থা যেমনই হোক, ঈদ নিয়ে উচ্ছাসের কমতি নেই। কিন্তু সাধ্যের কথা সবার আগে বিবেচনায় রাখতে হবে। সেই অনুযায়ী একটি তালিকা তৈরি করে নিতে হবে।
মাসের শুরুতেই ঈদ, যারা চাকরি করি হয়তো ঈদের আগেই বেতন বোনাস পেয়ে যাব। সব টাকা যদি ঈদের কেনাকাটায় খরচ করে ফেলি তবে, ঈদের পরে পুরো মাস চলতে বেশ ঝক্কি পোহাতে হবে।
আগেই বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুলের বেতন এবং সংসারের অন্যান্য খরচের টাকা আলাদা করে রাখলে আর কোনো সমস্যা হবে না।
সামর্থের বাইরে কিছু পেতে চাওয়া ঠিক নয়। পরিবারের সবার পছন্দ এবং প্রয়োজন মাথায় রেখে ঈদের বাজেট করতে হবে।
বাজেট যদি তুলনমূলক কম হয়, ফ্যাশন হাউসের তৈরি পোশাক না কিনে একটু সময় নিয়ে গজ কাপড় কিনে টেইলার্সে পছন্দমতো পোশাক তৈরি করে নিন।
রমজানের উদ্দেশ্য কিন্তু ভোগ করা নয়, রমজান আমাদের সংযম শিক্ষা দেয়।
অস্বচ্ছল আত্মীয় বা গ্রামের গরিব প্রতিবেশী যেন আমাদের ঈদ বাজেট থেকে বাদ না পরে।