বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ বয়স ভেদে সবাই মেতে ওঠে বৈশাখী আমেজে।
ফ্যাশন হাউজ নিপুন সবসময়ই প্রচলিত ফ্যাশনে ধারণ করে তার পোশাকে। বৈশাখের সেই চিরায়ত সাদা, লালের সঙ্গে-মেরুন, লাল-গোল্ডেন, হলুদ, কমলা, সবুজ-সব রংও এখন প্রাধান্য পাচ্ছে পোশাকগুলোতে। কাপড়-নকশা সব কিছুই হয়ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে, সেই সঙ্গে অবশ্যই থাকে আরামের বিষয়টি।
এবারের পহেলা বৈশাখেও নিপুন হাজির হয়েছে তার ক্রেতার পছন্দ এবং রুচির বিষয়কে সামনে রেখে। উৎসবের সব পোশাক করা হয়েছে একদমই সুতি কাপড়ে যেটা নিপুনের প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও ভয়েল, তাত এবং লিলেন ফেব্রিক ব্যবহার করা হয়েছে।
শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, মেয়ে শিশুদেরজন্য ফ্রক-ছেলে শিশুদের জন্য ফতুয়া, টিনএজারদের জন্য সালোয়ার কামিজ, শার্ট, ফতুয়ার বিশাল সম্ভার রয়েছে বৈশাখী কালেকশনে।
পোশাকগুলো পাওয়া যাচ্ছে দেশিদশ সহ নিপুনের উত্তরা, যমুনা ফিউচারপার্ক, মীরপুর, ধানমন্ডির হোসেন প্লাজা ও সিলেটের শোরুমে।
নিপুনের সঙ্গে যোগাযোগ -০১৮৫৯৭০৭৪১০, ৮১২০০৪৮
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬