ভালোলাগা থেকে যে ছোট্ট দুই পাতার একটি গাছের জন্ম নেয়, ভালোবাসা, বিয়ে এবং সব শেষ সুখী সংসারের মাধ্যমে তা পূর্ণতা পায়।
সংসার শব্দটি ছোট হলেও এটি সাজাতে প্রয়োজন হয় হাজারো জিনিস।
কোথায় কী পাওয়া যায়, দাম কেমন কত চিন্তা। নতুন সংসার যারা শুরু করছেন, তাদের জন্য এবার আসবাব কেনার কিছু টিপস :
নতুন সংসার সাজাতে হলে, প্রথমে কেমন বাসায় থাকবেন সেটা ঠিক করুন
ঘরের মাপ অনুযায়ী আসবাব নির্বাচন করতে হবে
ভাড়া বাড়ি হলে অতিরিক্ত আসবাব না কিনে কেবল প্রয়োজনীয়গুলোই কিনুন
কেনাকাটা করার আগে একটি তালিকা তৈরি করুন
এবার বাজেট করুন, কোন আসবাব কত টাকায় কেনা হবে
একদিনে সব কিছু না কিনে, সময় নিয়ে কয়েকটি ব্রান্ডের দোকান ঘুরে আসুন। এতে দাম এবং ফার্নিচারের মান সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে
হাতিল, অটবির মতো বড় ব্র্যান্ডগুলো আপনার প্রয়োজন এবং পছন্দের আসবাব সাজিয়ে রেখেছে বিভিন্ন শোরুমে। এগুলোর দাম যদি আপনার বাজেটের বাইরে হয়, তাহলে পান্থপথ অথবা মিরপুর থেকে আপনার পছন্দের আসবাব কিনতে পারেন।
আসবাব নির্বাচনে একে অপরের মতামত এবং পছন্দের গুরুত্ব দিন। এতে সংসার জীবন আরও মধুর হবে।
ফার্নিচার কেনার সময় এর স্থায়ীত্ব, মান, রঙ এবং ডিজাইনের দিকে লক্ষ্য রাখুন। কেননা, আপনার ঘরের ফার্নিচারের মাধ্যমে আপনার রুচির অনেকটা প্রকাশ ঘটে।
শুধু দামী আর সুন্দর ফার্নিচার কিনলেই হবে না। এগুলো ঘরের সঠিক জায়গায় রাখতে হবে, যাতে প্রয়োজন এবং ঘরের সৌন্দর্য দুটোই নিশ্চিত হয়।
আর হ্যাঁ, নিয়মিত যত্ন নিতে হবে প্রিয় আসবাবের। তবেই এগুলো থাকবে টেকসই।