ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

লাইফস্টাইল

বৈশাখী রং এ বসুন্ধরা সিটি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
বৈশাখী রং এ বসুন্ধরা সিটি

পহেলা বৈশাখের নানা আয়োজনের মাঝে নতুন রং যোগ করলো এশিয়ান পেইন্টস বাংলাদেশ।  

রাজধানীর  প্রাণকেন্দ্র  বসুন্ধরা  শপিং মল, লেভেল -১  এর ফেয়ার ফেস্ট ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে এশিয়ান পেইন্টস বৈশাখী মেলা ১৪২৩।

 

মেলার কো স্পন্সর কনিওন এল ই ডি টিভি । ১৩ - ১৬ এপ্রিল- চার দিনব্যাপী এই মেলার  সার্বিক দায়িতে আছে  বিজ্ঞাপনী  সংস্থা থার্ডআই সলিউশনস।  
 
বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়াই এই মেলার মূল লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে  “এশিয়ান পেইন্টস বৈশাখী মেলা- ১৪২৩-এ থাকছে- বাংলা সংস্কৃতিকে প্রকাশ করে এমন একটি সাজানো ভেন্যু, কিছু স্টল, মজার কিছু খেলা, ফটো বুথ, ফেস পেইন্টিং,  সবার জন্য ফ্রি ক্যাপ, ভাগ্য চাকাসহ আরও অনেক আয়োজন।  

বিশেষ এই আয়োজনে মিডিয়া পার্টনার বাংলানিউজ।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।