ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

লাইফস্টাইল

গরমের পোশাকে নিপুণ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ১৬, ২০১৬
গরমের  পোশাকে নিপুণ

এই গরমে আরামদায়ক পোশাকের কোনো বিকল্প নেই। ফ্যাশনেবল, দৃষ্টি নন্দন একই সঙ্গে আরামের খোঁজ পেতে চাইলে চলে যেতে পারেন দেশীয় ফ্যাশন হাউস হাউস নিপুণে।

 
নিপুণের এই সময়ের পোশাকগুলো করা হয়েছে চোখ জুড়ানো স্নিগ্ধ সব হালকা রং-এ।

আরামদায়ক সুতি এবং লিলেন কাপড়ে শাড়ি, সালোয়াড় কামিজ, ফতুয়া, কুর্তি,পুরুষের জন্য পাঞ্জাবি, হাফ স্লিভ প্রিন্টেড শার্ট, শিশুদের জন্য ফ্রক, স্লিভলেছ ফতুয়া রয়েছে নিপুণের এই সামার কালেকশনে।  

পোশাকগুলোতে করা হয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ এবং মেশিন এম্ব্রয়েডারি।  
সামার কালেকশনের এসব পোশাকগুলো পাওয়া যাচ্ছে নিপুণের সব শো-রুমে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।