ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

লাইফস্টাইল

হয়ে উঠুন আরও সুন্দর, আকর্ষণীয়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
হয়ে উঠুন আরও সুন্দর, আকর্ষণীয়

সাথীর মুখে বেশ অনেকদিন আগের ব্রণের দাগ বসে গিয়েছে। কোনো প্রোগ্রামে যেতে হলে দাগগুলো নিয়ে বেশ চিন্তায় থাকে সে।

 

অধরা যেভাবেই চুল কাটে কিছুতেই যেন তার চেহারার সাথে মানায় না।  

বহুদিন অযত্নে ‍প্রিয়া তার ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে।  

কারও ত্বকে মেসতার দাগ, কারও চোখের নিচে কালো, কারও বা হাতের রং মুখের ত্বকের চেয়ে অনেক শেড কালো। কেউবা আছেন চুল পড়ার যন্ত্রণায়।  

অনেককেই আবার কোনো ফরমাল প্রেজেন্টেশনের সময় কেমন সাজ হবে বুঝতে পারেন না। এই সমস্যা অনেকের হয় বিয়ে বাড়িতে যাওয়ার সময়। এমন হাজারো সমস্যা নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের জন্য বাংলানিউজের সঙ্গে এগিয়ে এসেছে দেশের অন্যতম সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড।  

বন্ধুরা আপনাদের সমস্যা বিস্তারিত আমাদের লিখে জানান।  

বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের তত্বাবধানে যে কোনো ধরনের সমস্যার সমাধান করে দেয়া হবে। দেয়া হবে সঠিক পরামর্শ, প্রয়োজনীয় সেবা আর সবই পাবেন বাংলানিউজের উপহার হিসেবে। নিজেকে পারফেক্ট করে নিন। হয়ে উঠুন আরও সুন্দর, আকর্ষণীয়।  মাথা উচু করে কনফিডেন্স নিয়ে চলুন।  

বাংলানিউজ ও ওমেন্স ওয়ার্ল্ডের নিয়মিত সৌন্দর্য সেবার এই আয়োজনে নির্বাচিতদের সমস্যা ও সমস্যার সমাধানের পরের অবস্থা ও অনুভুতি তুলে ধরা হবে বাংলানিউজে।  

আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, সমস্যা লিখে জানান, [email protected] অথবা  https://www.facebook.com/bnlifestyle 

সঙ্গে দিন এক কপি ছবি, উল্লেখ করুন-বয়স, পেশা, ফোন নাম্বার আর ঠিকানা।  

ছবি: ফারনাজ আলম (পরিচালক ওমেন্স ওয়ার্ল্ড)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।