সবজি কাটার জন্য যে কিচেন সিজর রয়েছে সেটা হয়তো জানতেনই না আজকের আগে!
আবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কাটার জন্য রয়েছে পটেটো চপার, হাতের স্পর্শ ছাড়াই আটা/ময়দার বল তৈরির জন্য রয়েছে বিশেষ যন্ত্র অথবা আপেল সুন্দর আকৃতি করে স্লাইস করার জন্য আছে মেশিন- এগুলোও ছিল আমাদের অনেকেরই ছিল অজানা।
ব্যস্ত নারীদের জন্য অনেক কম সময়ে কাজ সহজ করতে এসব কিচেন টুলসগুলো নিয়ে ঢাকার মিরপুরে শুরু হয়েছে ই-কমার্স সাইট আজকের ডিল (www.ajkerdeal.com) আয়োজন করেছে বিরাট কাটাকুটি হাট।
এই হাটে পাওয়া যাচ্ছে কিচেন অ্যাপ্লায়েন্স তথা রান্না ঘরের যাবতীয় সরঞ্জাম। শুধু পণ্যের প্রদর্শনীই নয়, কীভাবে এগুলো ব্যবহার করতে হয় সেসবও দেখানো হচ্ছে বড় পর্দায়।
কোরবানি ঈদকে সামনে রেখে জমজমাট এই আয়োজন ৪ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলছে মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে (সেক্টর- ৬/সি, রোড- ১৪/৪)।