ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নিপুনের পূজ‍ার আয়োজন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
নিপুনের পূজ‍ার আয়োজন 

ফ্যাশন হাউস নিপুন এবার হাজির হয়েছে পূজ‍ার ফ্যাশন নিয়ে। সুতি, লিলেন, ভয়েল, সুতিস্ল্যাব, সুতি হ্যান্ডলুম, অ্যান্ডি ও জয়সিল্ক কাপড়ে নিপুন সাজিয়েছে তাদের পূজ‍ার পসরা।

 

আর এসব কাপড়ের সালোয়ার কামিজে মোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে মুসলিম ডিজাইন, অলংকার মোটিভ, ফ্লোরাল মোটিভ, জ্যামিতিক মোটিভ, পারসিয়ান ডিজাইন। প্যাস্টেল কালারে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, কম্পিউটার অ্যামব্রয়েডারি, হাতের কাজের পোশাকগুলোতে ওড়না রাখা হয়েছে তাঁত আর হাফসিল্কের।  

সালোয়ার কামিজের পাশাপাশি নিপুনের পূজ‍ার আয়োজনে আরও থাকছে কুর্তি, শাড়ি, ছোটদের এবং কিশোরীদের জন্য সালোয়ার কামিজ, মেয়ে শিশুদের জন্য ফ্রক। সব বয়সী ছেলেদের জন্য শার্ট আর পাঞ্জাবি।

এসব পোশাক পাওয়া যাবে নিপুনের ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ প্রতিটি শো রুমে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।