ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ওয়েস্টিনে বিয়ে উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ওয়েস্টিনে বিয়ে উৎসব

‘দ্য ওয়েস্টিন ঢাকা প্রেজেন্টস ওয়েডিং ফেস্টিভ্যাল ২০১৬’ শিরোনামের বিয়ে উৎসবের আয়োজন করেছে ফেস্টিভিটি।  

গুলশানের হোটেল ওয়েস্টিনে গ্র্যান্ড বলরুমে  আগামী ২১ ও ২২ অক্টোবর দুই দিনব্যাপী বিয়ে উৎসবে পোশাক, গয়না, খাবার, ফার্নিচারসহ বিয়ের নানা প্রয়োজনীয় সব কিছুই রাখা হবে।



বিয়ে উৎসবে উপলক্ষে ১৭ অক্টোবর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উৎসবে এক ছাদের নিচে সব ব্র্যান্ডের পণ্য দেখার সুযোগ পাবেন অতিথিরা।  

এছাড়াও উৎসবে ক্রেতাদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় অফার। উৎসব চলাকালে যেকোনো প্রোডাক্ট কিনলে বা বুকিং দিলে ফটোগ্রাফি, মেকআপ, ভেন্যুসহ বিভিন্ন সেবায় ৫ থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।  

বিয়ে উৎসবের ফেস্টিভিটি ও সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ভলভো বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।  

উৎসবে বিশেষ রয়েছে লাইভ মিউজিক, ফ্যাশন শো, ৠাফেল ড্রসহ নানা আয়োজন।   

প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ‍অতিথিদের জন্য খোলা থাকবে বিয়ের উৎসব।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।