ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মেলায় হবে শীত ও বিয়ের কেনাকাটা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
মেলায় হবে শীত ও বিয়ের কেনাকাটা 

রাজধানীর গুলশান -১ এর ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে ১০ই নভেম্বর(বৃহস্পতিবার) শুরু হয়েছে  শীত ও বিয়ের কার্নিভ্যাল ২০১৬।

রাজধানীর গুলশান -১ এর ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে ১০ই নভেম্বর(বৃহস্পতিবার) শুরু হয়েছে  শীত ও বিয়ের কার্নিভ্যাল ২০১৬।  

৮ম বারের মতো আয়োজিত এ মেলার স্লোগান দেওয়া হয়েছে 'আমাদের সাথে করুন আপনার শীত ও বিয়ের কেনাকাটা'।

রেডকার্পেট লিমিটেড এই মেগা প্রদর্শনী আয়োজন করেছে।  


মেলায় রয়েছে ব্রাইডাল ড্রেস, শাড়ি, ফ্যাশন ওয়্যার, ফতুয়া, গৃহস্থালী টেক্সটাইল, কুর্তা, লন, প্রিমিয়াম ক্লথ, রেডিমেড পোশাক, সালোয়ার কামিজ, থ্রি-পিস, শাল, প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ, ফ্যাশন হাউস, উপহার সামগ্রী,  সৌন্দর্য সেবায় সেবামূলক প্রতিষ্ঠান। দেশ ও বিদেশের উন্নত পোশাক ও ফ্যাশন সামগ্রী।
 
এছাড়াও বিয়ের আয়োজনের জন্য ভেনু ব্যবস্থাপনা, ফুলের সজ্জ্বা, ছবি তোলা, ভিডিও, ছবির অ্যালবাম, সিনেটোগ্রাফি, আলোকসজ্জা, নিমন্ত্রণপত্র, ডি, জে ও ব্যান্ড দলের সব খবরাখবর জানতে পারবেন মেলায় এসে।
  
মেলা চলবে ১৩ই নভেম্বর পর্যন্ত। দর্শণার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।